রাত পোহালেই ১৪ ফেব্রুয়ারি রোববার কচুয়া পৌরসভা নির্বাচন।নির্বাচনে ৩নং ওয়ার্ডে দেবর ও ভাবী এবং ৮নং ওয়ার্ডে আপন দুই বেয়াই এর তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে।
ইতিপূর্বে গত কয়েকদিনে টানা প্রচারণায় ব্যস্ত সময় পাড় করেন তারা। ১৪ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনের সহধর্মনী মাহারুন আল মিলি (পানির বোতল) ও দেবর ফারুক হোসেন (ব্ল্যাক বোর্ড) মার্কা নির্বাচনী মাঠে রয়েছেন।
আরও পড়ুন… ইভিএমে প্রথমবারের মতো ভোট দিবে কচুয়া পৌরবাসী, ৮ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
একই ভাই ৮নং ওয়ার্ডে নৌকা মার্কার প্রার্থী নাজমুল আলম স্বপনের বড় ভাই মাসুদ আলম (পাঞ্জাবী) ও সাবেক কাউন্সিলর শরীফ আহমেদ মিয়া (ব্রিজ) মার্কা নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনে উভয় প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত,৩নং ওয়ার্ডে মাহারুন আল মিলি উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের ভাবী ও ৮নং ওয়ার্ডে নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র নাজমুল আলম স্বপনের বড় ভাই মাসুদ আলম ও আপন শ্যালক শরীফ আহমেদ মিয়া।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৩ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur