মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ৪৪ পদাতিক বিগ্রেড এবং চাঁদপুর জেলা প্রশাসন এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ ডিজিটাল ম্যারাথন আয়োজন উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা আনুষ্ঠানিকভাবে নিউ হোস্টেল মাঠে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, উপজেলা আওয়ামীলীগনেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেক, রোটারী ক্লাব অব মতলব এর প্রেসিডেন্ট রোটা. শ্যামল চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। ম্যারাথন দৌড় প্রতিযোগীতা ৯টায় অনুষ্ঠিত হয় পরে এই মাঠেই সমাপ্ত হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৬ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur