চাঁদপুর জেলায় এ প্রথম হাজীগঞ্জ বিজনেস পার্ক ট্রেড সেন্টারের ১৪ তলার ছাদে বিমান অবতারনের লক্ষে হেলিপ্যাড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উক্ত নির্মাণ কাজ উদ্বোধন করেন, আধুনিক হাজীগঞ্জের রূপকার, মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা, বড় মসজিদের মোতাওয়াল্লী অধ্যক্ষ ড. মো.আলমগীর কবির পাটোওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ, মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, ব্যারিস্টার শহরিয়ার আহমেদ, আহমাদিয়া ফাউন্ডেশনের পরিচালক মুফতি শেখ এনামুল হক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, হাজীগঞ্জকে দেশের আধুনিক শহরে রূপান্তরিত করার লক্ষে ড. মো. আলমগীর কবির পাটোওয়ারী একের পর এক চমক দেখিয়ে আসছেন। তার হাতের ছোঁয়ায় ঐতিহাসিক বড় মসজিদের কারুকাজ, রজনীগন্ধা সুপার মার্কেট, হাজীগঞ্জ টাওয়ার মার্কেট, মকিমউদ্দিন শপিং মার্কেট ও সর্বশেষ বিজনেস পার্ক ট্রেড সেন্টার যেখানে গড়ে উঠেছে, হোটেল রেস্তোরা, আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, পাটি সেন্টার, পার্ক, হাসপাতাল, ব্যাংক, বীমাসহ প্রায় ৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur