কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ হাজার ৩৮৬ জন মেয়ে এবং ৩ হাজার ৯৭৮ জন ছেলে।
২০১৯ সালের পরীক্ষায় এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিন ২ হাজার ৩৭৫ জন। আর ২০১৮ সালে ৯৪৫ জন।
৩০ জানুয়ারি শনিবার ফলাফল ঘোষণার পর সকাল ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়।
এসব শিক্ষার্থীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে।
এবার কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলার ৩৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শতভাগ পাস করেছে। ২০১৯ সালে এ শিক্ষা বোর্ডে পাসের হার ছিলো ৭৭.৭৪। এর আগে ২০০৮ সালে পাশের শতকরা পাসের হার ছিল ৭৭.৩৩ শতাশ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুস সালাম জানান, এবার কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ২ হাজার ৪৩৫ জন। এর মধ্যে মেয়ে ৫৮ হাজার ১৭ জন এবং ছেলে ৪৪ হাজার ৪১৭ জন। গত পরীক্ষায় কুমিল্লা বোর্ডে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী; এর মধ্যে পাশ করে ৭৩ হাজার ৩৫৮ জন।
প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল,৩০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur