চাঁদপুর হাজীগঞ্জে ৫নং ওয়ার্ড কাউন্সিলরের অত্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি অসহায় পরিবার।
সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত গৌরাঙ্গ সাহার ছেলে সুধীর সাহা অভিযোগ করেন আমার ছেলে কার্তিক সাহা হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটের অনামিকা গার্মেন্টস এর স্বত্ত্বাধিকারী এবং একজন সুনামধন্য ব্যবসায়ী। ছোট বেলা থেকে আমার ছেলে সুনামের সাথে ব্যবসা করে আসছে।
তিনি বলেন ৫নং ওয়ার্ডে দীর্ঘ ১৫ বছর যাবৎ জনপ্রতিনিধিত্ব করে আসছেন একই পরিবারের লোকজন। তারা হচ্ছেন স্বর্গীয় শ্রী নিখিল চন্দ্র সাহা ও তার ছেলে পর নারী লোভী ভদ্র পোশাকের আড়ালে এক চরিত্রহীন ব্যক্তি রিটন চন্দ্র সাহা লিটন।
রিটন সাহা একজন জনপ্রতিনিধি হয়ে সে আমার ছেলের স্ত্রীকে লোভ-লালসায় ফেলে বিবাহবহিভূত সম্পর্কে জড়িয়ে ব্যভিচারে লিপ্ত রয়েছে। একজন জনপ্রতিনিধির কাছে এটা আশা করা যায়না।
আমার ছেলে আমি বহু গণ্যমান্য ব্যক্তিদের স্বরনাপন্য হয়েও কোন বিচার পায়নি। এমনকি থানায় কয়েকটি অভিযোগ দিলেও এর সুরাহা হয়নি। তার বিরুদ্ধে একটি ব্যভিচার মামলা আদালতে চলমান রয়েছে।
আমার ছেলের ২টি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে রিটন সাহার অবৈধ সম্পর্কের কারণে ২টি মেয়ের ভবিষ্যৎ জীবন প্রশ্নের সম্মুখীন। আমারা রিটন সাহার এসব কার্যকলাপে সমাজে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি। আমার ২টি নাতিনও সমাজে চলতে লজ্জিত হচ্ছে।
রিটন সাহা আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। আমি ও আমার ছেলে কার্তিক সাহা, আমার ২ নাতিন’সহ পরিবারের অন্যান্য সদস্যদের জীবন হুমকীর মুখে।
আমার ছেলে কার্তিক সাহার বিরুদ্ধে বিভিন্ন জেলায় নামে-বেনামে বিভিন্ন ডাকাতি, হত্যা, রাহাজানির মামলা করে তাকে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। রিটন সাহা একজন পর নারী লোভী। তার কারণে আমার ছেলের সুখের সংসার এখন ধ্বংসের পথে।
আমি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে আমার পরিবারের নিরাপত্তা চেয়ে স্থানীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় অভিভাবক, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট নিরাপত্তা দাবী করছি। ঈশ্বর ছাড়া আমাদের আর কেহু নেই। এই অত্যাচারি জালিমের হাত থেকে আমরা বাঁচতে চাই।
এ সময় তিনি সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। সংবাদ সম্মেলনে সুধীর সাহার স্ত্রী দীপালি সাহা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। হাজীগঞ্জ একটি চাইনিজ রেস্টুরেন্টে তাৎক্ষণিক এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্টাফ করেসপন্ডেট,২৮ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur