আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সাংবাদিক কামরুজ্জামান সেন্টু মনোনয়ন সংগ্রহ করেছেন।
২০ জানুয়ারি বুধবার বিকেল ৩ টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেমের কাছ থেকে উক্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা যায়, শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী সদস্য, উপজেলা তাঁতিলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আইন ও শালিস কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় তিনি এবারের পৌর নির্বাচনে অংশগ্রহণ করছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur