চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে মাদকের ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি আটক করা হয়েছে। ৮ জানুয়ারি দিনগত রাত সাড়ে বারোটার দিকে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান ও আবু হানিফ সহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত (জিআর- ২৫৭/০৫) বাগাদি এলাকার কাদির পাঠানের পু্ত্র খোকন পাঠান এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (জিআর-১২৯/১৬) আসামি তালতলা এলাকার মৃত মতিন গাজীর পুত্র খোকন গাজী। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান বলেন, আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে পৃথক দুটি অভিযান করে দুই আসামিকে আটক করা হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম, ৯ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur