চাঁদপুরে পুরানবাজার পূর্ব জাফরাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইক উল্টে রাজু (১৫) নামে এক কিশোর অটোবাইক চালকের করুণ মৃত্যু হয়েছে।
৯ জানুয়ারি শনিবার সকাল ১১টার দিকে পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কের খালেক চকিদার দোকান সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটোবাইকে থাকা সাইফুল (১৩) ও বাঁধন (১২) নামে দুই কিশোর আহত হয়েছেন।
নিহত অটোবাইক চালক রাজু পুরান বাজার পূর্ব জাফরাবাদ পাটোয়ারী পুল এলাকার ফারুক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায় শনিবার সকালে রাজু তার সহপাঠীদের নিয়ে তার নিজের চালিত একটি অটো বাইক নিয়ে ঘুরতে বের হন। পরে সে নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে পুরান বাজার পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কের খালেক চকিদার দোকান সংলগ্ন স্থানে গেলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।
এ সময় রাজু অটোবাইকের নিচে চাপা পড়েন এবং তার সাথে থাকা দুই সহপাঠী কমবেশি আহত হন।
প্রত্যক্ষদর্শীরা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি হাসপাতাল কতৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের করিডোরে নিহতের লাশ পড়ে থাকতে দেখা যায়।
প্রতিবেদকঃ কবির হোসেন মিজি,৯ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur