চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।
৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর কাছে বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক রহিম বাদশার কাছে বিদায়ী সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ দায়িত্ব বুঝিয়ে দেন।
এছাড়াও নবনির্বাচিত কোষাধ্যক্ষ চৌধুরী ইয়াসিন ইকরামের কাছে বিদায়ী কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস দায়িত্ব বুজিয়ে দেন।
নবর্নির্বাচিত কমিটি বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের উন্নয়নে তাঁদের অবদানের প্রশংসা করেন। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানান।
চাঁদপুর প্রেসক্লাবের নবাগত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর শেষে বিদায়ী এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। ২০২১ সালে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছেন নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৫ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur