Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষকদের মতবিনিময় সভা
চাঁদপুরে প্রাইভেট ও কোচিং, চাঁদপুরে প্রাইভেট ও কোচিং

চাঁদপুরে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষকদের মতবিনিময় সভা

চাঁদপুরে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারি মঙ্গলবার সকালে চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধে জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা মনিটরিং কমিটির সদস্য চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ও জেলা মনিটরিং কমিটির সদস্য সচিব গিয়াস উদ্দিন পাটোয়ারী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ দেবনাত, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন প্রমূখ।

সভাপতির বক্তব্যে চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ অসিত বরন দাশ ব‌লেন, সরকার ভ‌বিষ‌্যত প্রজন্ম‌কে বাঁচা‌তেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রে‌খে‌ছে। শিক্ষার্থীরা যেন ঝু‌কি‌তে না প‌রে সে‌দিক‌টি‌কে সরকার বেশী প্রাধান‌্য দি‌চ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষক‌দের কো‌চিং ক‌রা‌নো কতটা যু‌ক্তিযুক্ত। একজন শিক্ষক কখ‌নো ভুল কর‌তে পা‌রে না।

তাই অ‌বিভাবক‌দের কথায় যেন আমরা আমা‌দের মর্যাদা হা‌রি‌য়ে না ফে‌লি। করোনাকালীন সম‌য়ে কোন ভা‌বেই যেন শিক্ষ‌কদের বাসা স্কু‌লে প‌রিনত না হয়। আমাদের তো এখ‌নো সি‌লেবাস ঠিক করা হয় নাই, তাহ‌লে আমরা কেন প্রাই‌ভেট পড়া‌নোর দি‌কে ঝুক‌ছি।

শিক্ষ‌দের প্রফেসনা‌লি দিক দেখার পাশাপা‌শি নি‌জের ব‌্যা‌ক্তি সত্তার দি‌কেও নজর দি‌তে হ‌বে। আমাদের সম্ম‌ানের জায়গা, আচর‌নের জায়গা, ক‌র্মের জায়গায় ঠিক থাক‌তে হ‌বে। প্রাই‌ভেট কো‌চিং প‌রিহার ক‌রে কাজ কর‌লে অর্থ হয়‌তো কিছুটা কম কামা‌নো হ‌বে, ত‌বে নি‌জে‌দের মর্যাদার জায়গাটা ঠিক থাক‌বে ব‌লে আ‌মি ম‌নে ক‌রি।

স্টাফ করেসপন্ডেট,৫ জানুয়ারি ২০২১