খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
এরা হলেন, খাগড়াছড়ি সদরের রুখই চৌধুরীপাড়ার প্রীতম দেবনাথ (১৮) ও লক্ষ্মীপুর সদরের অপু চন্দ্র দাশ (২২)।
স্থানীয়রা জানায়, মূল রিছাং ঝর্ণার উপরে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে এ দুই পর্যটক ওই ঝর্ণায় গোসল করতে যান। এসময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকেলে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বার্তা কক্ষ,৩১ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur