চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র পরিচালক, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম আলহাজ্ব মো. আবুল কাসেম গাজীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনু্ষ্ঠিত হয়েছে।
চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২৭ ডিসেম্বর রোববার বাদ জোহর পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহিম খলিল।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী, সহ-সভাপতি আলহাজ্ব শফি উল্লাহ পাটোয়ারী (স্বপন), আলহাজ্ব আবুল কাশেম বেপারী, যুগ্ম সম্পাদক মমিন গাজী, সদস্য মোতালেব হোসেন খুকু পাটোয়ারী, অানিস বেপারী, ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সহ সভাপতি আলহাজ্ব সেলিম খান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আখন্দ, সদস্য আবদুর রব মল্লিক শানু, নাসির খান, ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকৎ পাটোয়ারী, চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ মিয়া বাদল, সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মোশারফ হোসেন মানিক, ব্যবসায়ী দুলাল কাজী, আলহাজ্ব আব্দুল মান্নান শেখ প্রমুখ। দোয়া ও মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রসঙ্গত,হাজী আবু কাসেম গাজী গত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৭ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur