করোনা সচেতনতা সৃষ্টি ও সড়ক দুর্ঘটনা রোধে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেছে।
২৬ ডিসেম্বর রোববার দুপুরে উপজেলার চাঁদপুর -ফরিদগঞ্জ-রায়পুর সড়কে ফরিদগঞ্জ টিএণ্ডটি মোড়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় মাস্ক ব্যবহার না করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯টি মামলায় ৮২০০ টাকা জরিমানা করেন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় গাড়ির ফিটনেস ও গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৭ টি মামলায় ৩৭০০ টাকা জরিমানা করা হয়।
এই বিষয় সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান,সড়কে দুর্ঘটনা রোধে ও করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহারে সচেতনতায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
প্রতিবেদকঃশিমুল হাছান,২৭ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur