Wednesday, 08 July, 2015 04:28:16 PM
আন্তর্জাতিক ডেস্ক:
যমুনায় তলিয়ে যাবে ‘ভালোবাসার স্মৃতি’ তাজমহল! ইতিহাসবিদ হাজি তাহিরউদ্দিন তাহির বলেছেন, যমুনা নদীর পানির স্তর কমতে থাকায় তাজমহলের ফাউন্ডেশনে মারাত্মক হুমকির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, তাজমহলের ফাউন্ডেশনের শক্তি নির্ভর করে যমুনার পানির ওপর। কিন্তু পানি কমতে থাকায় শক্তির জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছে না ফাউন্ডেশন।
তিনি বলেন, পানি কমতে থাকায় প্রয়োজনীয় আর্দ্রতার অভাবে চুনাপাথর গুঁড়িয়ে যাবে। ফলে একটা পর্যায়ে ফাউন্ডেশন গুড়িয়ে যমুনায় তলিয়ে যাবে তাজমহল। এই পাথর যথাযথ মানের রাখতে হলে যমুনায় পানি থাকতেই হবে।
তবে তাহিরের দাবির সঙ্গে একমত নয় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। তাহিরের দাবির সঙ্গে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই বলে জানিয়েছেন আগ্রার এএসআই সুপারিন্টেন্ডেন্ট।
পানিস্তর নয়, বরং যমুনার পানিদূষণ মূল্যবান সাদা মার্বেল পাথরকে নষ্ট করে দিতে পারে বলে মত পুরাতত্ত্ব সর্বেক্ষণের।
১৬৩২। মমতাজের মৃত্যুতে শোকে মুহ্যমান শাহজাহান। স্মৃতির চিলেকোঠায় আজীবন মুড়ে রাখতে চান প্রিয়তমাকে। ডেকে পাঠালেন ইশা খাঁকে। সম্রাটের নির্দেশ, প্রিয়তমার কবরের উপর বানিয়ে দিতে হবে এমন এক সৌধ, যার গায়ে ভালোবাসার ধ্বনি গুঞ্জরিত হবে যুগ থেকে যুগান্তরে। কথা রাখলেন ইশা। অমলিন হয়ে থাকল ইতিহাস। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসাও হয়ে থাকল অকৃপণ।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur