Home / সারাদেশ / পা দিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই : দু’লাখ টাকা জরিমানা
পা দিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই : দু’লাখ টাকা জরিমানা

পা দিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই : দু’লাখ টাকা জরিমানা

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে পা দিয়ে ডলে ডলে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ‘সজল আহমেদ লাচ্ছা সেমাই’ নামে একটি প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ উপ-পরিচালক ড. মো. দিদারুল আলমের নেতৃত্বে বিএসটিআই ফিল্ড অফিসার মন্তোস কুমার দাসের উপস্থিতিতে এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় রাজধানীর লালবাগের শহীদ নগরে বুধবার দুপুরে অভিযানটি পরিচালিত হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মারুফ আহমেদ জানান, অভিযানকালে তারা দেখতে পান- মেশিন বা হাত দিয়ে সেমাই তৈরির ময়দা মাখানোর নিয়ম থাকলেও এ প্রতিষ্ঠানটিতে গ্লাবস ছাড়াই পা দিয়ে সেমাইয়ের ময়দা মাখানো হচ্ছিল। সেই সঙ্গে তৈরিকৃত সেমাইয়ে ক্ষতিকারক সুগন্ধযুক্ত কেমিক্যাল ও নিম্নমানের ঘি স্প্রে করে প্যাকেট জাত করা হচ্ছিল।

অথচ নিম্নমানের এসব সেমাই খেলে নানা ধরনের রোগে আক্রান্তের সম্ভাবনা রয়েছে।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৪:১৮ অপরাহ্ন, ২৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ০৮ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি