চাঁদপুর মেঘনা নদীর হরিণাঘাট এলাকায় নৌপুলিশ অভিযান চালিয়ে ৭৫ হাজার মিটার অবৈধ জালসহ ৬ জেলেকে আটক করেছে। এ সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।
১৩ ডিসেম্বর রোববার ভোরে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট ও তার আশপাশে এই অভিযান চালানো হয়।
এ সময় নদীতে অবৈধ এবং সরকারের নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা অবস্থায় ৬ জেলেসহ ইঞ্জিনচালিত দুটি নৌকা হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২৫ হাজার মিটার বেহুন্দি জাল জব্দ করে নৌপুলিশ।
চাঁদপুর নৌপুলিশের হরিণাঘাট ইনচার্জ মো. নাসিম জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।
করেসপন্ডেট,১৪ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur