Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / গন্ধর্ব্যপুর উত্তরে আ.লীগের বর্ধিত সভা
হাজীগঞ্জে স্মরণকালের, হাজীগঞ্জে স্মরণকালের

গন্ধর্ব্যপুর উত্তরে আ.লীগের বর্ধিত সভা

হাজীগঞ্জে স্মরণকালের বৃহত্তর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। পাকিস্তানি প্রেতাত্মার দল কর্তৃক জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে স্মরণকালের সবচেয়ে বেশি নেতা-কর্মীর সমাগম ঘটানো হবে।

১২ ডিসেম্বর শনিবার হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ও বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন বলেন, পদ্মা সেতু নিয়ে দেশে বহু প্রোগান্ডার ছড়ানো হয়েছিলো, কিন্তু পদ্মা সেতুর কাজ থেমে থাকেনি। যারা ভাস্কর্য নিয়ে প্রোপাগান্ডা ছড়ায় তারা পাকিস্তানি প্রেতাত্মা ছাড়া কিছুই না। জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে তারা ফতোয়া দেয় না, অথচ জাতির জনকের ভাস্কর্য নিয়ে ফতোয়া দেয়। আমরা আওয়ামী লীগ তাদের এসব ফতোয়ার দাত ভাঙ্গা জবাব দেব।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নরুর রহমান বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মো. অলি উল্ল্যাহ সঞ্চলনায় আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদজ্জামান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১২ ডিসেম্বর ২০২০