চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৪২টি রিপোর্টের মধ্যে ২ জনের করোনা শনাক্ত ও করোনামুক্ত হয়েছে ৬ জন।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৭০ জন।
এর মধ্যে মৃতের সংখ্যা ৮০জন। সুস্থ হয়েছেন ২৪২৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৬২জন।৭ ডিসেম্বর সোমবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
চাঁদপুর সদর ও মতলব দক্ষিণে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনামুক্ত হয়েছে চাঁদপুর সদর ৩ ও মতলব দক্ষিণের ৩ জন।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৫৭০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০৮৬জন, ফরিদগঞ্জে ২৮৮জন, মতলব দক্ষিণে ২৮০জন, শাহরাস্তিতে ২৪১জন, হাজীগঞ্জে ২২০জন, মতলব উত্তরে ২০০জন, হাইমচরে ১৬৮জন ও কচুয়ায় ৮৭জন।
করোনায় জেলায় মোট ৮০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৩জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।
স্টাফ করেসপন্ডেট,৮ ডিসেম্বর ২০২০