চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে ১০ জন প্রার্থীর নাম প্রস্তাবনা পাঠানো হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার বিকালে কচুয়া পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ১০জন প্রার্থীর নাম প্রস্তাব করে জেলায় পাঠানো হয়।
এরা হচ্ছেন- বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন সোহের ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সহ-সভাপতি জাফরুল হাসান শাহীন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার।
সদস্য আহসান হাবিব প্রানজল, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম, পৌর আওয়ামী লীগ নেতা মনজুর আহমেদ সুজন,কচুয়া বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
বিষয়টি পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিশ্চিত করেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৬ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur