বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) :
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নের চর এলার্টমেন্টে বজ্রপাতের আঘাতে আব্বাছ নামের এক যুবক নিহত হয়েছে। ৭ জুলাই সন্ধ্যায় হাইমচর ইউনিয়নের চর এলার্টমেন্ট মোঃ হারুন মল্লিকের ছেলে আব্বাছ মিয়া (১৯) বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভৈরবীর ইউপির মেম্বার মোঃ দেলোয়ার চাঁদপুর টাইমসকে বলেন, হাইমচর ইউনিয়নের চরএলাটমেন্ট এলাকায় মোঃ হারুন মল্লিকের ছেলে বাড়িতে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের আঘাতে আব্বাছ নিহত হয়।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।
আপডেট : বাংলাদেশ সময় : ০৯:২০ অপরাহ্ন, ২২ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ০৭ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur