Home / আন্তর্জাতিক /  করোনা শনাক্ত ৬ কোটি  ৪২ লাখ ছাড়াল
করোনা ভাইরাস

 করোনা শনাক্ত ৬ কোটি  ৪২ লাখ ছাড়াল

বিশ্বে কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ৪২ লাখ ১৪ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু ছাড়িয়েছে ১৪ লাখ ৮৭ হাজার।

বিশ্বের করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্যমতে, আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ২ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৪৪৯ জন। আর মৃত্যু হয়েছে ১৪ লাখ ৮৭ হাজার ১১২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৭১৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪১ লাখ ৮ হাজার ৬০৬ । দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন।

আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৯৯ হাজার ৭১০ । দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ১৫৯ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ লাখ ৮৮ হাজার ৫২৬ । দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ৮৬২ জন।

আন্তর্জাতিক ডেস্ক , ২ ডিসেম্বর ২০২০
এজি