টুর্নামেন্টে দুই দলের শুরুটা হয়েছে জয় দিয়েই। তবে গাজী গ্রুপ চট্টগ্রামের আগেই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে ফেলেছে জেমকন খুলনা। মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে সেই ম্যাচে হেরে গেছে তারা। ফলে আজকের ম্যাচে দুই দলের অবস্থা দুই রকম।
চট্টগ্রাম নিজেদের দ্বিতীয় ম্যাচে আশায় থাকবে জয়ের ধারা বজায় রাখার, অন্যদিকে তারকাখচিত খুলনার লক্ষ্য জয়ে ফেরা। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তাদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে সাকিব-রিয়াদদের জেমকন খুলনা।
আগের ম্যাচ হারলেও নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি খুলনা। উইনিং কম্বিনেশন ভাঙেনি চট্টগ্রামও।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম ও মুমিনুল হক।
জেমকন খুলনা একাদশ:
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, রিশাদ হোসেন, আলআমিন হোসেন, জহুরুল হক অমি, এনামুল হক বিজয়, (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম।
বার্তাকক্ষ,২৮ নভেম্বর,২০২০;