চাঁদপুর পৌরসভার পানি শাখার সাবেক সুপারেন্টেট আলহাজ্ব মো. শাহাবুদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন। ২৭ নভেম্বর শুক্রবার ভোর ৫ টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
চাঁদপুর পৌরসভার সূত্রে জানা যায় তিনি বেশ কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়েছেন। এতদিন তিনি ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসারত অবস্থায় ২৭ নভেম্বর শুক্রবার ভোর পাঁচ টার দিকে তিনি ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকায় জানাজা শেষে তার দ্বিতীয় জানাজা চাঁদপুর শহরে অনুষ্ঠিত হবে বলে চাঁদপুর পৌরসভা সূত্রে জানা গেছে।
আলহাজ্ব শাহাবুদ্দিন দীর্ঘদিন যাবৎ চাঁদপুর পৌরসভার পানি শাখায় দক্ষতার সাথে সুপাররেন্টেডের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি একজন সৎ ও ভালো লোক ছিলেন বলে চাঁদপুর পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা জানান।
তার এমন মৃত্যুতে পৌরসভার সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মাঝে গভীর শোকের ছাঁয়া নেমে আসে। চাঁদপুর পৌরসভা ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানান।
প্রতিবেদক : কবির হোসেন মিজি, ২৭ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur