ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি অবমাননাকর ব্যঙ্গচিত্র তৈরি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কচুয়ার আকানিয়া-নাছিরপুর-দড়ি-লক্ষীপুর গ্রামের মুসল্লীরা।
২৩ নভেম্বর সোমবার সকালে আকানিয়া খানকা শরিফ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ওই সময় ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগানে উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু ইউসুফ, সার্বিক তত্ত্ববধানে সমাবেশে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। ওই সময় ফ্রান্সের পণ্য বয়কট ও ফ্রান্সের সাথে বাংলাদেশের সর্ম্পক বিচ্ছিন্ন করার দাবী জানান।
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি মোঃ শিহাব উদ্দিন, মাওলানা বারাকাত, মাসুদ হোসাইন, মাওলানা মোঃ ফখরুদ্দিন, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবদুল হান্নান, মোঃ জাহিদুল ইসলাম বাবুল, শিক্ষক দিদার আলম, কামাল কোম্পানি, রুহুল আমিন, আবু তাহের ও মাওলানা নুরে আলম প্রমুখ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৩ নভেম্বর ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur