নারায়নগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী একটি লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে।
নারায়নগঞ্জ থেকে রাত ৯টায় ছেড়ে যাওয়া এমভি মকবুল নামে লঞ্চটি গজারিয়া বরাবর মেঘনা নদীর শাটনল এলাকায় আসার পর ডাকাতির কবলে পরে।
এ সময় মাঝ নদীতে ডাকাত দল যাত্রীদের মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় অনেক যাত্রী আহত হয়েছেন।
ডাকাতরা লঞ্চে আতংক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও জানা গেছে ৷
এ ব্যাপারে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুর বলেন, এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার শাটনল এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা এসে পুলিশের কাছে অভিযোগ করেছেন।
ডাকাত দল ৩০/৪০ জনের মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও অনেকের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে।
খবর পেয়ে ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
করেসপন্ডেট,২০ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur