তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর জেলা তথ্য অফিসের বাস্তবায়নে চাঁদপুর জেলার চাঁদপুরের হাজীগঞ্জ সদর ইউনিয়নের কার্যালয়ে বৃহ্স্পতিবার সকাল ১১ টায় করোনা ভাইরাসের দ্বিতীয় দাফ মোকাবেলায় স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে নো-মাস্ক ,নো-এনট্রি এবং নো- –মাস্ক, নো -সার্ভিস এর গণসচেতনামূলক ভিডিও কলের মাধ্যমে উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
ভিডিও কলের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষণ পরিচালক মো.মিজানুর রহমান বক্তব্য রাখেন। জেলা তথ্য অফিসার মো. নুরুল ইসলাম নুরুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুর রহমান, ইউনিয়নের মেম্বারগণ , সচিব ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
বৈঠকে করোনা ভাইরাস মোকাবেলায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ‘ নো- মাস্ক নো-সার্ভিস’ এর সরকারি পদক্ষেপ ও নানাবিধ উন্নযন কর্মকান্ডের বিষয়ে বক্তাগণ বক্তব্য উপস্থাপন করেন ।
জেলা তথ্য অফিসার মো. নুরুল ইসলাম নুরুল হক বলেন, ‘ গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত এ বৈঠক। এ উন্মুক্ত বৈঠকে করোনাভাইরাস প্রতিরোধে মাক্স পরিধান বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম । যা অব্যাহত থাকরে।’
আবদুল গনি , ১২ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur