কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিংসহ নানা অপরাধ নির্মূলে পাড়া-মহল্লায় অভিযান পরিচালনা করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
৯ নভেম্বর সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের শপথ চত্বর থেকে শুরু হয়ে কোড়ালিয়া রোড, সব্দার খা বাড়ি রোড, মমিন পাড়া, মোল্লা বাড়ি বালুর মাঠ, প্রফেসর পাড়া, নাজির পাড়া, রামকৃষ্ণ আশ্রম এলাকায় গিয়ে অভিযান শেষ হয়।
আরও পড়ুন…চাঁদপুর শহরে খাল থেকে ‘নেশাগ্রস্ত যুবকের’ লাশ উদ্ধার
অভিযানে চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদ,ওসি ইন্টেলিজেন্স মোহাম্মদ মনির আহাম্মেদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন বলেন, সন্ধ্যার পর শহরের পাড়া-মহল্লার রাস্তায় শিক্ষার্থী পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তাই অভিভাবকরা আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত খোঁজ খবর রাখবেন। কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিংসহ নানা অপরাধ নির্মূলে আমরা কাজ করছি। কোথায় কোন ধরনের অপরাধ সংঘঠিত হলে আপনারা আমাদের কে জানান। আমরা সাথে সাথে অপরাধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
এ অভিযানকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাড়া-মহল্লার বিভিন্ন দোকানির সতর্ক করে দিয়ে বলেন, সন্ধ্যার পরে কোনো দোকানের সামনে যেনো কোন ধরনের শিক্ষার্থীরা যেনো কোন ধরনের আড্ডা না দেয়। সেই বিষয়ে দোকানদারকে সর্তক করে দেয়া হয়।
আরও পড়ুন…চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদক দমনে সাঁড়াশি অভিযান: আটক ১১
এছাড়াও মাদক ও কিশোর গ্যাং বিষয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার লক্ষন দেখা মাত্র চাঁদপুর মডেল থানা পুলিশ কে জানানোর নির্দেশনা দিয়ে আসেন।
স্টাফ করেসপন্ডেট,৯ নভেম্বর ২০২০