মা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ ছিল। এ নিষেধাজ্ঞা বুধবার রাত ১২ টায় শেষ হচ্ছে। ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।
এ সময় ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। বিধি লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। এ সময় ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। বিধি লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।
মা ইলিশ রক্ষায় গত ২৪ ঘন্টা সহ শেশ অভিযান পর্যন্ত কোস্টগার্ডসহ জেলা টাস্কফোর্স ৬৫ি ট মোবাইল কোর্ট ও ২৮৪ টি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি দৈনিক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছেন্ ।
চাঁদপুরের নৌ-সীমানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান। এ সব অভিযানে ৭০৪ .৪৬ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ৫ . ১২২ মে.টন ইলিশ আটক করা হয় ।
মামলা সংথ্যা ৭৪টি , জরিমানার টাকা আদায় ২ লাখ ৪১ হাজার , অন্যান্য জাল আটক ৫২ টি । জব্দকৃত মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। জালের আনুমানিক মূল্য ১৪০৮৯. ২০ লাখ টাকা । ২৪৮ জনকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছ্।ে
আবদুল গনি , ৫ নভেম্বর ২০২০