Home / চাঁদপুর / যার ফেলানো ময়লা তাকে দিয়েই পরিষ্কার করালেন মেয়র
ফেলানো ময়লা

যার ফেলানো ময়লা তাকে দিয়েই পরিষ্কার করালেন মেয়র

নিজের ঘর থেকে ময়লা রাস্তায় ফেলে সে ময়লা আবার নিজেই পরিষ্কার করেছেন। একেই বলে নিজের দণ্ড নিজেই কার্যকর করা। চাঁদপুর শহরের পালবাজার গেটের সামনে ফলের দোকানের পাশে এক দোকানদার তার নিজের দোকানের ময়লা পরিষ্কার করে সব ময়লা তার দোকানের সামনেই রাস্তায় ফেললেন।

এটি পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের নজরে পড়ে। তিনি তখন পালবাজার পরিদর্শন করে ফুটপাত দিয়ে হেঁটে আসতেছিলেন। মেয়র তখন দোকানদারকে বুঝিয়ে বললেন এ কাজটি তো আপনার করা ঠিক হয়নি। আপনার দোকানের সামনের জায়গা আপনি নিজেই অপরিষ্কার করে ফেললেন। পরে দোকানদার লজ্জায় পড়ে মেয়র দাঁড়ানো থাকা অবস্থায় নিজেই নিজের দোকানের সামনের ময়লা পরিষ্কার করে ফেলেন।

এমন দৃশ্য তখন আশপাশের দোকানদার এবং পথচারী অনেকেই দেখেন। তখন সকলেই মেয়রের এমন দৃঢ়তা এবং জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।

এদিকে ৪ নভেম্বর বুধবার পালবাজারের ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেন তিনি। পৌরসভার ড্রেনসহ সড়কের উপর অবৈধ স্থাপনা ভাঙ্গার নির্দেশ দেন। বাজারের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যারা মালামাল রেখেছেন, তাদেরকেও মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

এ সময় তিনি নিজেও অনেক দোকানের মালামাল ফুটপাতের উপর থেকে সরাতে সহযোগিতা করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, ৫ নভেম্বর ২০২০