জয়যাত্রা টেলিভিশন এর দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জামান বলেন, ‘ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কারণে বর্তমানে নতুন নতুন সাংবাদিকতার ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সাংবাদিকদের ফলে নিউজের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। নিউজ এর ক্ষেত্রে সত্যের পক্ষে অবশ্যই দেখতে হবে। তারা দেশের উন্নয়নের ও সমাজের কথা বলে। সাংবাদিকগণ লিখার পর আমরা অনেক সংবাদ পেয়ে যাই। এখন দুর্নীতিবাজরাও মিডিয়াকে ভয় পায় ।”
চাঁদপুর সদরের জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি শ্যামল সরকারের সভাপতিত্বে পাটোয়ারী কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা রনজিত সাহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, কমিশনার মোহাম্মদ ইউনুস সোয়েব,এ্যাড.আতাউর রহমান , সাংবাদিক আব্দুল গনি, মো.গিয়াস উদ্দিন,স্বেচ্ছাসেক দলের নেতা ফেরদৌস মোর্শেদ ও সোনালী অতীত এর পরিচালক আবু হানিফ ও কামাল গাজি ।
করেসপন্ডেন্ট , ৪ নভেম্বর ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur