Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে পেঁয়াজ-রসুনের উৎপাদন লক্ষ্যমাত্রা সাড়ে ১৪ হাজার মে.টন
onion-...-..
ফাইল ছবি

চাঁদপুরে পেঁয়াজ-রসুনের উৎপাদন লক্ষ্যমাত্রা সাড়ে ১৪ হাজার মে.টন

চাঁদপুরে চলতি ২০২০-২১ অর্থ বছরে শাহরাস্তি ব্যতীত ৭ উপজেলায় এবার পেঁয়াজ-রসুনের উৎপাদন লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৬ শ ৫২ মে.টন এবং চাষাবাদের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭ শ ২৮ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি চাঁদপুরের ২০২০-২১ এর বার্ষিক মৌসুমি রবি ফসলের আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণের এক প্রতিবেদনে ৪ নভেম্বর এ তথ্য জানা গেছে ।

এর মধ্যে পেঁয়াজের উৎপাদন হলো ১১ হাজার ৫৫ মে.টন এবং চাষাবাদ হলো ১ হাজার ২ শ ২৮ হেক্টর। রসুনের উৎপাদন হলো ৩ হাজার ৬ শ মে.টন এবং চাষাবাদ হলো ৫ শ হেক্টর ।

চাঁদপুর , ৩ নভেম্বর ২০২০