যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট শেষ হওয়া রাজ্যগুলো হলো- জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এই ছয় রাজ্যের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৬০।
এছাড়া যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে সময়ের পার্থক্যের কারণে এখনও অনেক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ চলছে।
এর মধ্যে বিশেষ করে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলের দিকে বিশ্লেষকরা বিশেষ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন– কারণ এটি একটি ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’, যেখানে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
জর্জিয়ার ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬। আজ সবার আগে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেনটাকি অঙ্গরাজ্যের কিছু কিছু অংশে। কেনটাকি অঙ্গরাজ্যের ওই অংশগুলোতে সন্ধ্যার দিকেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল কেন্দ্রগুলোতে। আর ইন্ডিয়ানা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নিজ রাজ্য। দুটিই ঐতিহ্যগতভাবে রিপাবলিকান অঙ্গরাজ্য এবং এ’দুটিতেই ট্রাম্প জিতবেন বলে মনে করা হয়। বিবিসি বাংলা
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur