চাঁদপুরের হাইমচরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অর্থায়নে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ২৫ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃত্তি প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখা- পড়ার কাজে এই অর্থ ব্যয় করে সঠিক শিক্ষা অর্জন করে পিতা-মাতা ও সমাজসেবায় কাজ লাগলেই আমার ঘাম ঝরানো উপার্জনের টাকা স্বার্থক হবে।
উপজেলা চেয়ারম্যান বলেন, যে সকল শিক্ষার্থীরা আজ বৃত্তি পায়নি তাদের মন খারাপ করার কিছুই নেই, তারাও যদি ভালো লেখা-পড়া করে যোগ্যতা অর্জন করে, তাদেরকেও বৃত্তি দেয়া হবে।
গরিব মেধাবীদের মধ্যে অর্থের জন্যে লেখা-পড়া করতে পারছনা তাদেরকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর মাধ্যমে যোগাযোগ করলে আমরা তার ব্যবস্থা গ্রহণ করবো।
সহকারী শিক্ষক আ. রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল আমিন পাটওয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহিন মিয়াজী, আলগী বাজার আলিম সিঃ মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান ফারুকী।
এসময় শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- বিএম ইসমাইল
১৬ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur