চাঁদপুর টাইমস স্পোটর্স :
বাংলাদেশ সফরে এসে টাইগারদের বেশ সমীহ করেই দেখছে প্রোটিয়ারা। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সকে মাথায় রেখে নিজেদের সেরাটাই খেলবে ডু প্লেসির দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে অনেক শক্তিশালী দল। তাই টাইগারদের বিপক্ষে ভাল করতে হলে নিজেদের সর্বোচ্চ দিতে হবে বলে মনে করেন, প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনি।
তিনি বলেন, ‘আমরা জানি গত বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে দারুণ খেলছে। এ বিষটি অবশ্য আমাদের মাথায় আছে। আমরা তাদের শক্তিশালী ও দুর্বল দিকগুলো নিয়ে কাজ করছি। আমাদের দলেও বেশ কিছু ম্যাচ বিজয়ী ক্রিকেটার রয়েছেন। আশা করি এই সিরিজে আমরা ভাল কিছু করব।’
এর সাথে তিনি আরও যোগ করেছেন, ‘গত দুই-এক বছরে বাংলাদেশকে নিয়ে দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলে গেছে। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের ভাল করাটা এতে বড় ভূমিকা রেখেছে। গত বিশ্বকাপে তারা কোয়ার্টার-ফাইনালে খেলেছে। দেশের মাটিতে তো ওদের হারানো আরও বড় চ্যালেঞ্জ। আমরা মোটেও হালকা করে নিচ্ছি না।’
চাঁদপুর টাইমস/স্পোটর্স/এএস/এমআরআর/২০১৫।
আপডেট : বাংলাদেশ সময় : ১১:৫৬ অপরাহ্ন, ১৮ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ০২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি