Home / শিল্প-সাহিত্য / আজ তুমি নেই : শরীফুল ইসলাম নাঈম
আজ তুমি নেই : শরীফুল ইসলাম নাঈম

আজ তুমি নেই : শরীফুল ইসলাম নাঈম

কবিতা :

এলোমেলো স্মৃতিগুলো
দোলা দিয়ে যায়
কতদিন গেলো প্রিয়া
দেখি না তোমায়।

.
শেষ কবে কথা হলো
শেষ ছোয়া কখন
হৃদয় ঘরে ভাসে তা
সুপুষ্ট লেখন।

.
একতালে হাঁটা-চলা
ছুঁয়ে ছুঁয়ে থাকা
সোনালী আল্পনায় তা
আছে মনে আঁকা।

.
এইতো ভুলেছো তুমি
ভুলিনি আমি
স্মরণে আছো তুমি
মরণেও থাকবে তুমি।

নিশ্চুপ চাঁদনী রাত- নির্ঘুমে কাটে
অশ্রুতে ভিজে চোখ বিরহী হাওয়াতে?

.

শরীফুল ইসলাম নাঈম, কচুয়া, চাঁদপুর।

আপডেট :   বাংলাদেশ সময় : ১২:৩০ অপরাহ্ন, ১৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ০৩ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি