আশিক বিন রহিম :
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘সরকারি বিধি-নিষেধের বাইরেও আমি চাঁদপুরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো। কারণ এখানকার মানুষের কথা শুনে বুঝতে পেরেছি আমি একটি ভালো জেলায় কাজ করার সুযোগ পেয়েছি।’
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিতিসভায় এসব কথা বলেন।
পরিচিতি সভায় চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল আরো বলেন, ‘আজকে এ পরিচিতি সভায় সকলের বক্তব্য শুনে আমার ভালো লাগলো। চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনকে আপনারা যেভাবে সম্মানের সাথে বিদায় জানিয়েছেন, আমিও একদিন এভাবে বিদায় নিতে পারলে নিজেকে ধন্য মনে করবো। আজকে থেকে আমার নতুন জীবন শুরু, চাঁদপুরেই আমার বাড়ি-ঘর।’
তিনি আরো বলেন, ‘আমার লক্ষ্য চাঁদপুরবাসীর জনকল্যাণে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া। আমাদের আগামী দিনগুলো সুখময় হোক এ আমার প্রত্যাশা। বিদায়ী জেলা প্রশাসককে যে সম্মান দিয়েছেন তাতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি এই পরিষদের একজন ছিলেন।’
এ সময় চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জেন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, জেলা মহিলা লীগের সভানেত্রী মাসুন নূর খানসহ চাঁদপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন।
আপডেট : বাংলাদেশ সময় : ০৯:৪৮ অপরাহ্ন, ১৮ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ০২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি