কচুয়ার দক্ষিণ নলুয়া নবীন সংঘের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ শর্ট পিছ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নলুয়া দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারন সম্পাদক, ঢাকা আইডিইবি’র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব।
নলুয়া দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন বাচ্চু মজুমদারের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ অলি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, যুবলীগ নেতা মুরাদ হোসেন, সাংবাদিক আলমগীর তালুকদার প্রমুখ।
এসময় দু’ দলের খেলোয়ার ও শত শত দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৩০ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur