‘সময়ের সাথে পরিবর্তনের পথে এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর শহরের পুরাণবাজার ঘোষপাড়ায় সামাজিক সংগঠন ‘নগর’ এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ঘোষপাড়া সত্যভূম মন্দিরে বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও চাঁদপুর চেম্বার সহ সভাপতি তমাল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র সাহা।
সংগঠনের সভাপতি মানিক চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মনোরঞ্জন চন্দ্র সূত্রধর, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, স্থানীয় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল তালুকদার।
জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য জুয়েল কান্তি দত্ত নন্দুর অনুষ্ঠান পরিচালনায় আরো বক্তব্য রাখেন ঘোষপাড়া সার্বজনীন কালী পূজা কমিটির সভাপতি বিপ্লব গোপ, নগর সদস্য শুভ সাহা, অরবিন্দ ঘোষ,সঞ্জয় ঘোষ, তম্ময় দত্ত, সমির দাস,শরৎ রায়,সাগর ঘোষ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৫ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur