চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, যমুনা টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলম দীর্ঘ দিনযাবৎ গুরুত্বর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শহরের তালতলাস্থ তার বাসায় শাররীক খোঁজ-খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহয়তা করেন চাঁদপুর টাইমস সম্পাদক ও দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এইস এম আহসান উল্লাহ, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কে এম মাসুদ।
স্টাফ করেসপন্ডেন্ট, ১৫ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur