হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট শনিবার উপজেলা পরিষদ সংলগ্ন নতুন ভবনের সামনে শহীদ মিনারে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান।
এসময় উপজেলা পরিষদের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর মুরাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। পরে বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু ও তাঁর স্ব পরিবারে নিহতদের জান্নাতময়ী জীবন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৫ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur