চাঁদপুর শহর সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে বেঁদে পল্লীর সাড়ে ৩শ’বেদে জনগোষ্ঠীর মাঝে বেঁদে ভাতা বই প্রদান করা হয়েছে।
২৭ জুলাই সোমবার সকালে চাঁদপুর শহরের ৫ নং খেয়াঘাট ও প্রেসক্লাব ঘাটের দুই বেঁদে পল্লীর মাঝে এ ভাতা বই প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, পৌর সমাজ কর্মী মোঃ কামরুজ্জামান, কম্পিউটার প্রশিক্ষক জি এম এমরান হোসেন, ফিল্ড অফিসার রোকেয়া বেগম ও বেঁদে পল্লীর সমাজকর্মী জেসমিন আক্তার।
শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক জানান, বেঁদে জনগোষ্ঠীতে যাদের বয়স ৫০ বছরের উর্দ্ধে তাদেরকে এই ভাতা বই প্রদান করা হয়েছে। এতে বেঁদে ভাতা বই প্রাপ্তরা প্রতি মাসে ৫,শ টাকা করে ভাতা গ্রহন করতে পারবেন।
প্রতিবেদক:কবির হোসেন মিজি, ২৭ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur