চাঁদপুরে বুধবার একদিনে দুই দফায় আরো ৫১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯জন, হাইমচরের ২জন, মতলব উত্তরের ২০জন, মতলব দক্ষিণের ২জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ২জন ও শাহরাস্তির ৪জন রয়েছেন।
বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, ২২ জুলাই বুধবার ৯৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫১টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৪৬টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৫৭০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৯৩জন, ফরিদগঞ্জে ১৭৭জন, মতলব দক্ষিণে ১৭১জন, শাহরাস্তিতে ১৬১জন, হাজীগঞ্জে ১৫৩জন, মতলব উত্তরে ১৩০জন, হাইমচরে ১১৬জন ও কচুয়ায় ৬৯জন।
জেলায় মোট ৭১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বুধবার পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় প্রেরণকৃত মোট নমুনার সংখ্যা ৬১৩০টি। রিপোর্ট এসেছে ৫৯৯৯টি। রিপোর্ট অপেক্ষমান ১৩১টি।
তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৫৭০জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৯৩০জন। চিকিৎসাধীন আছেন ৫৬৯জন।
এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৩৬জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫১৫জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২১জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯৫৪১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৯৯৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫৪৬জন।
করেসসপন্ডেট,২৩ জুলাই ২০২০