স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে ক্রিকেট থেকে ব্যাটিং পাওয়ার প্লে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া ফিল্ডিংয়েও আরো কয়েকটি পরিবর্তন আনার কথা ভাবছে সংস্থাটি।
শুক্রবার বার্বাডোজে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় বাধ্যতামূলক দুই জন ‘ক্লোজ ফিল্ডার’ রাখার নিয়ম বাদ দেয়া হয়েছে।
আর এখন থেকে শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার রাখা যাবে। ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুই জন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন ত্রিশ গজের বাইরে রাখা যাবে।
এছাড়া ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলবে ১০ দল। সরাসরি খেলবে র্যাংকিংয়ে থাকা শীর্ষ ৮ দল। সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে কোয়ালিফাই ম্যাচের মাধ্যমে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বাকি ২ দল বিশ্বকাপে অংশ নেবে।
আগামী ৫ জুলাই থেকে নিয়মগুলো কার্যকর হবে বলে জানিয়েছে আইসিসি ।
আপডেট : বাংলাদেশ সময় : ১৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ২৭ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০১:৩১ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur