চাঁদপুরে বিচারকের মোবাইল চুরি করে ১০ মাস ব্যবহার করার পর পুলিশের হাতে আটক হয়েছে যুবক।
১৯ জুলাই রোববার চাঁদপুর লঞ্চ টামির্নাল এলাকা থেকে মোহাম্মদ আলী তপাদার (২১) নামে ওই যুবককে আটক করা হয়।
তার বাড়ি চাঁদপুর শহরের পুরানবাজারের মেরকাটিজ সড়কে। সে ওই এলাকার খলিল তপাদারের ছেলে।
জানা গেছে, গত বছরের ২৩ সেপ্টেম্বর শহরের স্টেডিয়াম সড়কের সামনে জেলা ও দায়রা জজ শাহেদুল করিমের সরকারি গাড়ি থেকে অপ্পো এফ-থ্রি মডেলের মোবাইল সেট চুরি হয়। ঘটনার পর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার জের ধরে পুলিশ দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যায়। ওই হ্যান্ডসেট উদ্ধারে পরে জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেয়া হয়।
দীর্ঘদিনের চেষ্টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় মোহাম্মদ আলী তপাদার নামে এই যুবককে মুঠোফোনসহ নাতে নাতে ধরতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
করেসপন্ডেন্ট, ১৯ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur