Home / চাঁদপুর / শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তি : চাঁদপুরে তিন কলেজ শিক্ষক আটক
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তি : চাঁদপুরে তিন কলেজ শিক্ষক আটক

শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনির নামে ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তি মূলক পোস্ট করার অভিযোগে তিন কলেজ শিক্ষককে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ১৯ জুলাই রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা ওই কলেজের আইসিটি বিভাগের শিক্ষক এ বি এম আনিছুর রহমান খান (৪০) ও তার সহোদর নোমান সিদ্দিকী (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০) ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও সরকারবিরোধী বিভিন্ন অপ্রচার করে আসছে । এরা সবাই ওই কলেজের আইসিটি বিভাগের শিক্ষক।

তিনি আরো জানান, ‘তিনজনের বিরুদ্ধে পূর্বেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। যে কারণে পুলিশ ওই সূত্র ধরেই সামনে এগিয়ে যায় । তার ফলে তাদেরকে আটক করতে সহজ হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এ ঘটনার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, ২০ জুলাই ২০২০