চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর মোরশেদ স্বপন হার্ট অ্যাটাক হয়ে ইন্তেকাল করেন। (ইন্না… রাজিউন)।
১১ জুলাই শনিবার বিকাল আনুমানিক ৬.৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০) বছর। তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, গত দুইদিন আগে তিনি ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমের জানাযার নামাজ কখন হবে তা এখনো জানা যায়নি।
জানা গেছে, ২০১৬ সালে ইউপি নির্বাচনের পর পরবর্তীতে উপনির্বাচনে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে ছিলেন।
প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল,১১ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur