চাঁদপুর হাইমচর চরভৈরবীতে বন্যার পানিতে বিলীন হয়ে যাচ্ছে মানুষের চলাচলের রাস্তা তবে রাস্তাটি উন্নয়নের কাজ চলছিলো।
যেখানে রাস্তাটি উঁচু করার প্রয়োজন ছিলো তিন ফুট সেখানে রাস্তাটি আগের রাস্তার সমান থাকাতে রাস্তাটি বিলীন হয়ে যাচ্ছে।
এদিকে রাস্তার আশেপাশে প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি। তাদের দেখতে আসেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব হুমায়ুন কবীর প্রধানিয়া।
এসময় তিনি আশ্বাস দেন রাস্তাটি আরো উঁচু হবে তবে এলাকাবাসীর দাবি যদি রাস্তাটি আরো তিন ফুট উঁচু না হয় তবে ভোগান্তির শেষ হবে না।
এই রাস্তাটি দিয়ে হাইমচর উপজেলা থেকে হায়দারগঞ্জ পর্যন্ত যাওয়ার জন্য উপযোগী করে দেওয়া হোক এলাকাবাসীর এটাই দাবি। প্রতিদিন কমপক্ষে এ রাস্তাটি দিয়ে তিন চার হাজার মানুষের যাতায়াত করে।
রাস্তাটি এখন যে পরিমাণে আছে তার থেকে ৩ ফুট উঁচু হলে মানুষের যাতায়াত ব্যবস্থা সুন্দর হবে এটাই এলাকাবাসীর দাবি।
করেসপন্ডেট,৫ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur