করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সাময়িক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ আজ বৃহস্পতিবার বলেন, সংসদ সদস্যদের করোনাভাইরাসের পরীক্ষা করানোর পর সম্প্রতি পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর শরীরে কোনো উপসর্গ ছিল না। প্রথম দিকে বাসাতেই ছিলেন। গতকাল বুধবার তিনি সিএমএইচে ভর্তি হন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হন। অবশ্য দুজনই এখন সুস্থ। তবে মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বার্তা কক্ষ,৩ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur