Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ৬ রিপোর্টের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ
faridganj-health-complex

ফরিদগঞ্জে ৬ রিপোর্টের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ

চাঁদপুরের ফরিদগঞ্জে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হচ্ছেন ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদী গ্রামের মহসীন খান(৩৩), ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের রুবেল হাছান(২৭), ১৫নং উত্তর ইউনিয়নের গাব্দের গাঁও গ্রামের রুহুল আমিন(৬৯), ১৬নং দক্ষিন ইউনিয়নের মিজানুল আমিন(২৬) ও একজনের নাম পরিচয় জানা যায়নি। এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে।

বুধবার ১ জুলাই ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৬ টি রিপোর্টের মধ্যে ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশরাফ আহমেদ চৌধুরী জানান, বুধবার দুপুরে আসা ৬টি রিপোর্টের মধ্যে ৫টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ৩৮৮ টি রিপোর্টের মধ্যে ৩৪০ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯ জন মারা গেছেন এবং ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ৪৮ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

প্রতিবেদক:শিমুল হাছান,১ জুলাই ২০২০