চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে হাজীগঞ্জে করোনা উপসর্গে ৩১ জনের মৃত্যু হলো।
উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা তালুকদার বাড়ির বাসিন্দা হাবিবুল্লাহ তালুকদার(৬৫) ১০ জুন বুধবার বিকেল ৩টায় নিজ বাড়িতে মারা যান।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জসীম উদ্দীন বিকেলে হাবিব উল্লার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছেন।
পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন ধরে হাবিব উল্লাহ তালুকদার জ্বর, মাথাব্যথা, পাতলা পায়খানাসহ করোনা উপসর্গে ভুগছিলেন । স্থানীয় চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।
স্টাফ করেসপন্ডেট,১১ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur